মুশুদ্দি খন্দকার পাড়া রেজি : প্রাথমিক বিদ্যালয়টি একটি বেসরকারীপ্রতিষ্ঠান । উহার দৈর্ঘ্য ৬১ফুট ও প্রস্থ্ ১৯ফুট বারান্দ সহ । একটি খেলার মাঠ আছে ।
অত্র বিদ্যালয়টি টাংগাইল জেলার ধনবাড়ী উপজেলার মুশুদ্দি ইউনিয়নের অর্ন্তগত মুশুদ্দি গ্রামে অবস্তিত। পূর্বে এ গ্রামের আশে পাশে কোন প্রকার শিক্ষা প্রতিষ্ঠান না থাকায় গ্রামের কোমলমতি ছেলে মেয়েরা লেখাপড়া হতে বঞ্চিত হত । এমতাবস্থায় এলাকার শিক্ষানুরাগী ব্যক্তি বর্গের মাধ্যমে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। উক্ত এলাকার মহ্য ব্যক্তি মরহুম মোশারফ হোসেন তার নিজস্ব জমি ৫২ শতাংশ প্রদান করেন ।
মুশুদ্দি খন্দকার পাড়া রেজি : বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ে উপবৃত্ত প্রদান প্রকল্প বাস্ত বায়সের ফলে, প্রাথমিক বিদ্যালয়ে গমন উপযোগী শিশুদের ভর্তির হার ১০০% উন্নীত হয়েছে । ভর্তিকৃত ছাত্র - ছাত্রীদের ঝড়ে পড়া রোধ পেয়েছে । ভর্তিকৃত ছাত্র- ছাত্রীদের উপস্থিতির হার বৃদ্ধি পেয়েছে । প্রাথমিক শিক্ষা সমাপনি পরীক্ষার উপস্থিতির হার ও পাশের হার বৃদ্ধি পেয়েছে । বিদ্যালয়ে গমনোপযোগী শিশুদের শ্রম রোধ হয়েছে । প্রাথমিক শিক্ষার গ্রনগতমান উন্নয়ন হয়েছে ।
রেজি : প্রাথমিক বিদ্যালয়কে পঞ্চম শ্রেণীর সমাপনি পরীক্ষা শতকরা ১০০% উপস্থিতির নিশ্চিত করা এবং সন্তোষজনক ফলাফল নিশ্চিত করা । বিদ্যালয় শিক্ষাদান পদ্ধতির আরো মান উন্নয়ন করা । বিদ্যালয় ঝড়ে পড়া রোধ কল্পে প্রতিরোধমূলক পদক্ষেপ গ্রহন এবং বিদ্যালয়টিকে শিশু বান্ধব বিদ্যাপিঠ হিসাবে গড়ে তোলা । সবোপরি উক্ত বিদ্যালয়টিকে মডেল প্রাথমিক বিদ্যালয় হিসাবে পরিচিত লাভ করার কল্পে পরিকল্পনা গ্রহন ।
প্রধান শিক্ষক ৱ
মুশুদ্দি খন্দকার পাড়া রেজি: প্রাথমিক বিদ্যালয়।
ধনবাড়ী,টাংগাইল
মোবাইল : ০১৭৩৪৭৭৭৪৬০
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস