Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সয়া উচ্চ বিদ্যালয়

  • সংক্ষিপ্ত বর্ণনা
  • প্রতিষ্ঠাকাল
  • ইতিহাস
  • প্রধান শিক্ষক/ অধ্যক্ষ
  • অন্যান্য শিক্ষকদের তালিকা
  • ছাত্র-ছাত্রীর সংখ্যা (শ্রেণীভিত্তিক)
  • পাশের হার
  • বর্তমান পরিচালনা কমিটির তথ্য
  • বিগত ৫ বছরের সমাপনী/পাবলিক পরীক্ষার ফলাফল
  • শিক্ষাবৃত্ত তথ্যসমুহ
  • অর্জন
  • ভবিষৎ পরিকল্পনা
  • ফটোগ্যালারী
  • যোগাযোগ
  • মেধাবী ছাত্রবৃন্দ

সংক্ষিপ্ত বর্ণনা

অত্র বিদ্যালয়টি টাংগাইল জেলার ধনবাড়ী উপজেলাধীন মুশুদ্দি ইউনিয়নের সয়া গ্রামে ঝিনাই নদীর পূর্ব পাড়ে এবং মনোরম পরিবেশে অবস্থিত ।

বিদ্যালয়টি সীমানা প্রাচীর বেষ্টিত ছায়াঘেরা ৬৯ শতাংশ জচমির উপর প্রতিষ্ঠিত । সীমানা প্রাচীরের বাহিরে বিদ্যালয়ের নামে আরও ৫১ শতাংশ জমি রয়েছে । একটি ২কক্ষ বিশিষ্ট পাকা বিজ্ঞান ভবন ,একটি ৩কক্ষ বিশিষ্ট ও এক কক্ষ বিশিষ্ট পাকা ভবন এবং একটি ৩কক্ষ বিশিষ্ট ও ২কক্ষ বিশিষ্ট আধা পাকা ভবন বিদ্যমান । ছাত্র / ছাত্রী, শিক্ষকদের জন্য ২কক্ষ বিশিষ্ট ৩টি পাকা টয়লেট বিদ্যমান । অত্র বিদ্যালয়ে বেঞ্চ ৮৫ জোড়া ,চেয়ার ৩৫টি ,টেবিল ১৩টি , আলমারি ৭টি  আছে । অত্র বিদ্যালয়ে ০১জন প্রধান শিক্ষক , ১জন সহকারী প্রদান শিক্ষক, ৩জন সহকারী শিক্ষকা , ৫জন সহকারী শিক্ষক , ও ১জন গ্রন্থাগারিক (মহিলা) ১জন নিম্নমান সহকারী কাম -কম্পিউটার অপারেটর এবং ২জন চতুর্থ শ্রেণীর কর্মকর্তা আছে ।