অত্র বিদ্যালয়টি টাংগাইল জেলার ধনবাড়ী উপজেলায় মুশুদ্দি ইউনিয়নের বন্দচরপাড়া গ্রামে ধনবাড়ী উপজেলা সদর হইতে ৭কি:মি পশ্চিমে
ধনবাড়ী পিংনা সড়কের উত্তর পাশে অবস্থিত । বর্তমানে বিদ্যালয়টিতে একজন প্রধান শিক্ষকসহ মোট ৬জন সহকারী শিক্ষক কর্মরত আছে । ৪৫ শতাংশ
জমির উপর অবস্থিত বিদ্যালয়টিতে ৩টি পাকা ভবনে ৯টি কক্ষ রয়েছে । এছাড়া বিদ্যালয়ের সম্মুখে একটি খেলার মাঠ রয়েছে । মোট কথা বিদ্যালয়টি একটি সুন্দর মনোরম পরিবেশে অবস্থিত ।
ত্যকালীন সময়ে বন্দচর পাড়া গ্রামের জাবেদ আলী তালুকদার, আহম্মদ আলী সরকার , হাতেম আলী আকন্দ ও আ: আজিজ মাষ্টার সহ কিছু সংখ্যাক বিদ্যোৱসাহী শিক্ষানুরাগী ব্যক্তি অত্র এলাকায় শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার জন্য নিজেরা স্ব - প্রণোদিত হয়ে গ্রামে একটি প্রাথমিক বিদ্যালয় স্তাপনের উদ্যোগ নেয় । সেই লক্ষ্যে তারা অত্র প্রতিষ্ঠানটি স্তাপনের উদ্দেশ্যে ত্যকালীন ধনবাড়ী নওয়াব বাহাদুরের নিকট শরনাপন্ন হয় এবং তার দানকৃত জমিতে প্রতিষ্ঠানটি স্তাপন করেন । ফলে প্রতিষ্ঠানটি একটি প্রাতিষ্ঠানিক রুপ লাভ হয় । এরপর স্থানীয় ব্যক্তি বর্গের আর্থিক সহযোগীতায় প্রতিষ্ঠানটি চলতে থাকে । এরপর জেলা স্কুল বোর্ডের অধীনে চলতে থাকে এবং শিক্ষকেরা সরকারী ভাবে অনুদান প্রাপ্ত হয় । অতপর স্বাধীনতার পর ১৯৭৩ সালে বিদ্যালয়টি জাতীয় করণ করা হয় ও ৩টি পদ প্রথম অবস্থায় মন্জুর করণ করা হয় । বর্তমানে বিল্যালয়টিতে ১জন প্রধান শিক্ষক ও ৬জন সহকারী শিক্ষক রয়েছে । বিদ্যালয়টি সুনামের সাথে অত্র এলাকায় শিক্ষা বিস্তারের ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে আসছে ।
ক্রমিক নং | নাম | উপাধি | ক্যাটাগরি | মন্তব্য |
০১ | মো : নাছির উদ্দিন (হীরা ) | সভাপতি | বিদ্যোৱসাহী পুরুষ |
|
০২ | আলমাছ উদ্দিন | সহ-সভাপতি | অভিভাবক পুরুষ |
|
০৩ | ছাহেরা বেগম | সদস্য | বিদ্যোৱসাহী মহিলা |
|
০৪ | মো : আ : বারী | সদস্য | মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক |
|
০৫ | মো : আমিনুল ইসলাম | সদস্য | ইউপি সদস্য |
|
০৬ | মো : মিজানুর রহমান | সদস্য | অভিভাবক পুরুষ |
|
০৭ | সেলিনা বেগম | সদস্য | অভিভাবক মহিলা |
|
০৮ | অঞ্জু বেগম | সদস্য | অভিভাবক মহিলা |
|
০৯ | মরিয়ম বেগম | সদস্য | সংশিষ্ট বিদ্যালয়ের শিক্ষক |
|
১০ | মো : আতিকুর রহমান | সদস্য সচিব | প্রধান শিক্ষক |
|
বিগত ৫ বছরের সমাপনী বা পাবলিক পরীক্ষার ফলাফল | সন | ডি আর ভূক্ত ছাত্র/ছাত্রী | অংশ গ্রহন কারী | উত্তীর্ণের সংখ্যা | উত্তীর্ণের হার |
মোট | মোট | মোট | মোট | ||
২০০৯ | ২৯ | ২৯ | ২৯ | ১০০% | |
২০১০ | ২৬ | ২৫ | ২৫ | ১০০% | |
২০১১ | ৩১ | ৩০ | ৩০ | ১০০% | |
২০১২ | ৪২ | ৪২ | ৪২ | ১০০% | |
২০১৩ | ৩৪ | ৩৩ | ৩৩ | ১০০% | |
|
|
|
|
| |
গড় পাশের হার | ১০০% |
|
|
|
|
শিক্ষাবৃত্তির তথ্য | শ্রেণী | মোট ছাত্র/ছাত্রী | সুবিধাভোগী | কার্ডের সংখ্যা
| মন্তব্য | ||||
মোট | বালিকা | মোট | বালিকা | একক | যৌথ | মোট |
| ||
১ম | ৪০ | ১৯ | ১৪ | ৮ | ১৩ |
| ১৩ |
| |
২য় | ৩০ | ১৮ | ১৬ | ১১ | ১৬ |
| ১৬ |
| |
৩য় | ৩৯ | ১৯ | ২১ | ১৩ | ২১ |
| ২১ |
| |
৪র্থ | ২৭ | ১১ | ১৭ | ৯ | ১৬ | ১ | ১৭ |
| |
৫ম | ৩২ | ১৬ | ১৫ | ৬ | ১৫ |
| ১৫ |
| |
সর্বমোট | ১৬৮ | ৮৩ | ৮৩ | ৪৭ | ৮১ | ১ | ৮২ |
| |
|
|
|
|
|
|
|
|
|
|
০১। বিদ্যালয়ে ক্যাচমেন্ট এলাকার ( ৫ থেকে ১০বছর ) বয়সী সকল শিশু বিদ্যালয়ে ভর্তি হয়েছে অথাৱ ভর্তির হার ১০০% ।
০২। ঝরে পড়ার হার হ্রাস পেয়েছে ।
০৩। বিদ্যালয়ে ভর্তিকৃত শিশুর উপস্থিতির হার বৃদ্ধি পেয়েছে ।
০৪। প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় পাশের হার ১০০% হয়েছে ।
০১। বিদ্যালয়ে ভর্তিকৃত সকল শিশুর উপস্থিতির হার ১০০% নিশ্চিত করা ।
০২। ঝরে পড়ার হার ০%এ নিয়ে আসা ।
০৩। প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার উপস্থিতির হার ১০০% এ নিশ্চিত করা ।
০৪। প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় পাশের হার ১০০% অক্ষুন্ন রাখা ।
০৫। শিক্ষার গুনগত মান উন্নয়নের জন্য কর্ম পরিকল্পনা গ্রহন করে তা বাস্তবায়ন করা ।
০৬। বিদ্যালয়টিতে শিশু বান্ধব পরিবেশ সৃষ্টি করা ধরে রাখা ।
শ্রেণী | শিক্ষার্থীর নাম |
২য় | সজনী আক্তার |
মোছা : মমতা খাতুন | |
মোছা : মীম আক্তার | |
৩য় | ঈশিতা আক্তার |
লিমন মিয়া | |
সালমান সাদিক | |
৪র্থ | আল –আমিন |
সূচী আক্তার | |
বিজয় আহম্মেদ | |
৫ম | মিতু খাতুন |
সৈয়দা ফারজানা আক্তার | |
আবেদা সুলতানা |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস